প্রকাশ : ২০ আগস্ট ২০২১, ০০:০০
হাইমচর উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়নের পূর্ব চরকৃষ্ণপুর গ্রামের অর্ধ শতাধিক পরিবারকে দীর্ঘদিনের পানিবন্দী দশা থেকে মুক্ত করলেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে সরজমিনে এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় জনৈক চুন্নু সরকারের পানি নিষ্কাশনের বন্ধ করা পথ খুলে দেয়ার নির্দেশ দেন তিনি। এর ফলে লোকজনের ঘর-বাড়িতে আটকে থাকা বর্ষার পানি নামতে শুরু করে।
জানা যায়, সরকারি কালভার্টের মুখে মাটি ভরাট করে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে রাখা হয়েছিল। যার ফলে জলাবদ্ধতায় উপজেলার পূর্ব চরকৃষ্ণপুর গ্রামের জনতাবাজার সংলগ্ন আখন বাড়িসহ অর্ধশতাধিক বাড়ির চারপাশ ও উঠোনে পানি জমে। পানি জমে থাকায় রান্নাসহ চলাচলে চরম দুর্ভোগে মানবেতর জীবনযাপন করে পানিবন্দী ওই পরিবারগুলো। সংবাদ পেয়ে পানিবন্দী এলাকা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী। তিনি বলেন, পানি নিষ্কাশনের পথ বন্ধ করা যাবে না। কেউ যদি তাদের জায়গা ভরাট করে কিংবা বসতঘর নির্মাণ করে থাকে, পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখেই তা করতে হবে। নিষ্কাশনের পথ বন্ধ করে অন্যজনদের পানিবন্দী করা যাবে না। তিনি পূর্বের ড্রেনটি সংস্কার করে কালভার্ট দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জন্যে স্থানীয় ইউপি সদস্য বিল্লাল আখনকে নির্দেশ প্রদান করেন।
স্থানীয় লোকজন দীর্ঘদিনের পানিবন্দী দশা থেকে মুক্ত হতে পেরে ইউএনও’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।