প্রকাশ : ২০ আগস্ট ২০২১, ০০:০০
বাংলাদেশ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। তিনি রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হকের স্থলাভিষিক্ত হলেন। তাঁরা দুজনেই চাঁদপুর জেলার কৃতী সন্তান। মঙ্গলবার ১৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আশরাফুল হক চৌধুরী মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের চৌধুরী বাড়ির কৃতী সন্তান।
নৌবাহিনীর এই কর্মকর্তাকে নিয়োগ দিয়ে তাঁর চাকরি জননিরাপত্তা বিভাগে ন্যাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এছাড়া রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হককে নৌবাহিনীতে ফিরিয়ে নিতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যাস্ত করা হয়েছে। ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে যোগ দেন এম আশরাফুল হক, যার পৈত্রিক বাড়ি চাঁদপুর সদর উপজেলার মৈশাদী গ্রামে। তথ্যসূত্র : কালের কণ্ঠ।