শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০০:০০

চাঁদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রেদওয়ান খান বোরহানের দিনব্যাপী গণসংযোগ
অনলাইন ডেস্ক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় আওয়ামী মৎসজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান নির্বাচনী এলাকায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেন।

তিনি ৪ আগস্ট শুক্রবার চাঁদপুর বড় স্টেশন মাছঘাট জামে মসজিদে জুমার নামাজ আদায় করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের জন্যে শোক প্রকাশ করে মিলাদ ও দোয়া মোনাজাত করেন। পরে উক্ত এলাকার বিভিন্ন মানুষের সাথে কুশল বিনিময় করেন।

বিকেলে সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের তালতলা বাজার জামে মসজিদে আসর নামাজ ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে উক্ত বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষসহ দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় ও গণসংযোগ করেন।

দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে গণসংযোগকালে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন, অতীতের ন্যায় আমি সব সময় আপনাদের পাশে থাকতে চাই। দলীয় মনোনয়ন পেয়ে আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও অপরাধমুক্ত করে উন্নয়ন অগ্রগতিতে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো। তখন মানুষ তাদের মর্যাদা ফিরে পাবেন। কেউ অন্যায় অবিচারের শিকার হবেন না।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে চাঁদপুর-৩ আসনে আমরা চাই নতুন নেতৃত্ব। এলাকার উন্নয়নে এবং মানুষের কল্যাণে কাজ করতে আপনাদের দোয়া ও মূল্যবান ভোট প্রার্থনা করছি। গণসংযোগকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল হোসেন পাটওয়ারী, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য রেনু বেগম, আমেনা বেগম, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়