শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০০:০০

দূর হলো পেন্নাই সড়কের নারায়ণপুর অংশের জলাবদ্ধতা
মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥

সামান্য বৃষ্টি হলেই বাবুরহাট-পেন্নাই সড়কের নারায়ণপুর অংশের সাহা বাড়ির সামনে তৈরি হতো জলাবদ্ধতা। যানবাহন ও পথচারী চলাচলে পোহাতে হতো চরম দুর্ভোগ। সে স্থানে এখন বৃষ্টির সময় জলাবদ্ধতা নেই। যানচলাচলে ফিরে এসেছে স্বস্তি। গত কয়েক মাস আগে এ নিয়ে দৈনিক চাঁদপুর কণ্ঠে একটি সংবাদ ছাপা হয়।

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজার সংলগ্ন পেন্নাই সড়কের সাহা বাড়ির সামনের এ জলাবদ্ধতা দূর করার জন্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন ৩নং খাদেরগাঁও ইউপির সাবেক সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি চাঁদপুর সড়ক বিভাগ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় প্রায় ১ লাখ টাকা ব্যয়ে রাস্তা সংলগ্ন ড্রেন পরিষ্কার করে এ জলাবদ্ধতা দূর করেন। জলাবদ্ধতা দূর হওয়ায় এলাকাবাসী, রাস্তায় চলাচলকারী যানবাহনের চালক, শিক্ষার্থী ও পথচারীগণ সন্তোষ প্রকাশ করেছেন।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, আমি সাধারণ মানুষের কাতারে থেকেই চাঁদপুর সড়ক বিভাগ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করি। তারা আমার ডাকে সাড়া দিলে আমি দায়িত্ব নিয়ে কাজটা সম্পন্ন করেছি মাত্র। ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে ভালো লাগে এই তাড়না থেকেই আমার এই কাজে সম্পৃক্ত হওয়া।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়