শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০০:০০

শহিদ ক্যাপ্টেন শেখ কামালের মধ্যে সকল ধরনের মৌলিক মানবিক গুণাবলি ছিলো
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

বাংলাদেশের আধুনিক ক্রীড়াঙ্গনে অন্যতম পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট শনিবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি বলেন, শেখ কামালের যেকোন একটি দিক নিয়ে আলোচনা করলে বিস্তর আলোচনা করা যায়। ওনার শিক্ষা জীবন শেষ করার আগেই তিনি শাহাদাতবরণ করেন। তাঁর মধ্যে সকল ধরনের মৌলিক মানবিক গুণাবলি ছিলো। জীবনের অল্পসময়ে তিনি অনেক ভালো কাজ করেছেন। উনি সবসময় সাদামাটা অবস্থায় থাকতেন।

জেলা প্রশাসক বলেন, স্মার্ট হওয়ার জন্যে দামী পোশাকের দরকার নেই। স্মার্ট হতে হলে আচার-ব্যবহার ভালো করতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আজকে এখান থেকে আপনারা যা শুনেছেন তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরবেন। একজন মানুষ যে বহুমুখী কার্যক্রম করতে পারে সেসব গুণ আপনারা শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করবেন। দীর্ঘ অনেকগুলো বছর আলোচনা না হওয়াতে প্রকৃত ইতিহাস থেকে শিক্ষার্থীরা দূরে ছিলো।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (সেবা), জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, যুগ্মণ্ডসাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন সাংবাদিক এমআর ইসলাম বাবু।

আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয় এবং যুব উন্নয়নের আয়োজনে গাছের চারা বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়