প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০০:০০
গতকাল বাদ জুমা চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডস্থ পাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদ পাটোয়ারীর বাসভবনে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন হাজী শরীয়তুল্লাহ (রহমতুল্লাহে আলাইহি)-এর সপ্তম পুরুষ, পীর মোহসেন উদ্দিন আহমাদ দুদু মিয়া (রহঃ) ইয়াতিমখানার নায়েবে মুহতামিম পীরজাদা হাফেজ মাওলানা মোঃ হানজালা। এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত, ভূঁইয়া মার্কেট জামে মসজিদের খতিব ক্বারী রফিক আহমেদ, পাটোয়ারী বাড়ি জামে মসজিদের খতিব আঃ রহমান, পাল বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান হাওলাদার, সেক্রেটারী মোঃ সফর উদ্দিন মাস্টার, ব্যবসায়ী ফজলুল হক পাটোয়ারীসহ পরিবারের সদস্য ও অতিথিবৃন্দ। উপস্থিত ছিলেন অ্যাডঃ দেবাশীষ কর মধু ও তপন সাহা। পরে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে দোয়ানুষ্ঠান শেষ হয়।
উল্লেখ্য, গতকাল বাহাদুরপুরের পীরজাদা হাফেজ মাওলানা মোঃ হানজালা কোড়ালিয়া রোডস্থ ভূঁইয়া মার্কেট জামে মসজিদে জুমার নামাজে ইমামতি করেন।