প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ পৌরসভায় নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় ৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ৯টায় পৌরসভার ৪টি ওয়ার্ডে টিসিবি পণ্য বিক্রি উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী কারা নির্যাতিত জননেতা ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র বলেন, নৌকার প্রতিপক্ষরা ধ্বংসকারী, আর আমরা নৌকার সমর্থকরা সৃষ্টিকারী। তাই সারাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিবেন। নৌকা উন্নয়নের প্রতীক দাবি করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে দেশ আজ উন্নয়নের মাইলফলক ছুঁয়েছে। চারিদিকে এতো উন্নয়ন দেখে আপনাদের মন চায় না শেখ হাসিনাকে একটা উপহার দিতে? দেশের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে সে উন্নয়নের বদলে শেখ হাসিনাকে ভোট উপহার দেয়ার অনুরোধ জানান মেয়র।
পৌর ১ ও ২নং ওয়ার্ডের টিসিবি পণ্য কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এবং ৩ ও ৪নং ওয়ার্ডের টিসিবি পণ্য ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিক্রয় করা হয়।
প্রতি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে ৪৭০ টাকার পণ্য হিসেবে দুই লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুরির ডাল ও ৫ কেজি চাল প্রদান করা হয়।
এ সময় পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ আবদুল মান্নান পরান, কোষাধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিনসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।