শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০০:০০

বাসযোগ্য চাঁদপুর করতে আলেমণ্ডওলামা ও সুশীল সমাজসহ দায়িত্ব পালন করতে চাই
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরের ওলামা মাশায়েখের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (সেবা)। তিনি তাঁর বক্তব্যে বলেন, সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সবাই বয়কট করে। সবাই মিলেমিশে শান্তিতে থাকতে চায়। যেখানে শান্তি-শৃঙ্খলার ব্যত্যয় ঘটে, সেখানে মানুষের সহযোগী হিসেবে পুলিশ পাশে দাঁড়ায়। তিনি আরো বলেন, সকল শ্রেণি-পেশার মানুষ আলেম ও ইমামদের কথা শুনে। আবার কিছু লোক আছে একটু ব্যতিক্রম। তবে কেউ শুনুক আর না মানুক নৈতিকতার কথা বলে যেতে হবে। বিভিন্ন ধর্মের লোকজন বসবাস করে এ জেলাতে। তাই সবাই সবার অবস্থান থেকে শ্রদ্ধাবোধ রেখে কথা বলতে হবে। কোনো ধর্মের লোক যেন কাউকে কটুক্তি করে কথা না বলে। জঙ্গিবাদের নামে ইসলামের ক্ষতি হয়েছে। ইমামরা সোচ্চার থাকায় বিপথগামীরা বেশি এগোতে পারেনি।

ইমামদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, মাদক নিয়ে আমরা ভিন্ন কৌশলে কাজ করছি। কোনো মাদকই চাঁদপুরে তৈরি হয় না। বিভিন্ন রুটে মাদক চাঁদপুরে আসে। বাসযোগ্য চাঁদপুর করতে আলেমণ্ডওলামা ও এ জেলার সুশীল সমাজসহ দায়িত্ব পালন করতে চাই। তিনি ইমামদেরকে আশ্বস্ত করে বলেন, আপনারা কেউ হয়রানির শিকার হলে আমাকে অবগত করবেন।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ রুহুল আমিন, জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আব্দুস সালাম, বড় স্টেশন জামে মসজিদের খতিব মুফতি সিরাজুল ইসলাম, ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান, ওয়্যারলেস বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি জিয়াউদ্দিন খন্দকার, জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, সদর উপজেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওঃ খাজা জুবায়ের, চৌধুরী বাড়ি জামে মসজিদের খতিব মাওঃ মোঃ আব্দুল মান্নান, সদর মডেল থানা মসজিদের ইমাম মাওঃ মোঃ ইসমাইল হোসেন প্রমুখ উক্ত সভায় উপস্থিত ছিলেন।

মসজিদের ইমাম ও খতিবগণ মতবিনিময় সভায় বলেন, কিশোর গ্যাং-এর তাণ্ডবে মসজিদে নামাজ পড়া যায় না। এরা বিবাহ অনুষ্ঠানে বাদ্যযন্ত্র বাজিয়ে সমাজের মানুষকে কষ্ট দেয়। বিভিন্ন পাড়া মহল্লায় কিশোরীদেরও গ্যাং তৈরি হয়েছে। তারাও কিশোর গ্যাং-এর মতো তিনজন নিয়ে বাইক চালায়। চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারের পিছনে, মুখার্জি-ঘাটলা, চাঁদপুর প্রেসক্লাবের পিছনে ও বড় স্টেশন এলাকায় কিশোর-কিশোরীরা বিভিন্ন মাদকের সাথে জড়িয়ে পড়ছে। বক্তাগণ কোনো ইমাম যেনো অহেতুক হয়রানির শিকার না হয় সে বিষয়ে পুলিশ সুপারের সুদৃষ্টি চেয়েছেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চিশতিয়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, রাশেদ চৌধুরী ও মোঃ ইয়াসিন আরাফাত এবং ডিআইও-১ মোঃ মনিরুল ইসলাম, সদর মডেল থানার ওসি শেখ মহসীন আলমসহ বিভিন্ন মসজিদের ইমামগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়