শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০০:০০

লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির প্রবাসী নেতাদের দ্বন্দ্ব
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের গ্রামের বাড়ির ইউনিয়ন হচ্ছে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন। এই ইউনিয়নে স্থানীয় বিএনপির প্রবাসী অনেক নেতা রয়েছেন। তারা নেতা-কর্মীদের দুঃসময়ে বিভিন্ন প্রোগ্রামে অনেক সহযোগিতা করে আসছেন। কিন্তু প্রবাসী নেতাদের পক্ষ-বিপক্ষ নিয়ে এখানে একাধিক গ্রুপিং বিদ্যমান। দীর্ঘদিন থেকে নিজেদের মধ্যে বিরোধ চলছে। কোরবানি ঈদের পর কোটরাবাদ গ্রামে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। সেই ঘটনায় ক’জন আহতও হয়েছে।

এবার দলের প্রতিপক্ষ গ্রুপের হামলায় গুরুতর আহত হয়েছেন সাদা সুমন ও রাহাত বেপারি নামে দুজন। গত ৩১ জুলাই সোমবার বিকেলে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ শেষ করে এলাকায় চলে যাবার সময় চাঁদপুর শহরের মাতৃপীঠ স্কুল মোড়ে হামলার শিকার হন এ দুজন। তাদেরকে রাজনৈতিক সহকর্মীরা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানা যায়।

ঘটনাস্থলে থাকা লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির ক’জন জানান, প্রবাসী নেতা নাসির খানের লোকজন এদের ওপর হামলা করে। এ ঘটনার খবর শুনে ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে যান। সেখানকার গ্রুপিং রাজনীতির রেষারেষিতে আরো সংঘাতের আশঙ্কা করছেন তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়