শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০০:০০

উষ্ণায়নের এই সময়ে বৃক্ষরোপণের বিকল্প নেই
মাহবুব আলম লাভলু ॥

শনিবার সকালে মতলব উত্তর উপজেলার ছেংগারচর মেডিফার্স্ট ডায়াগনস্টিক সেন্টারের হল রুমে সারা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে ও গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ছেংগারচর পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ আরিফ উল্যাহ সরকার।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উষ্ণায়নের এই সময়ে বৃক্ষরোপণের বিকল্প কিছু নেই। সারা ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ঢাল হিসেবে কাজ করে এই বৃক্ষ। এছাড়াও জীবন যাপনে বৃক্ষের ভূমিকা রয়েছে।

তিনি আরো বলেন, ছেংগারচর পৌরসভার জনগণ আমাকে মেয়র হিসেবে নির্বাচিত করেছেন। সেজন্যে তাদের প্রতি কৃতজ্ঞ। আমি এখন পৌরবাসীর সেবক হিসেবে কাজ করবো। পৌর এলাকার উন্নয়নমূলক কাজ অগ্রধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে করা হবে। পৌর এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন কোনো কাজ করতে দেওয়া হবে না। সবশেষে সারা ফাউন্ডেশনের মঙ্গল কামনা ও যে কোনো ভালো কাজে তাদের সাথে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম রাসেলের সভাপতিত্বে এবং ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসিকুজ্জমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ বোরহার উদ্দিন, মেডিফার্স্ট ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডাঃ মিজানুর রহমান, সাংবাদিক সুমন সরদার, পৌর ছাত্রলীগের সভাপতি রাজিব মিয়া ও সারা ফাউন্ডেশনের সভাপতি শাহাদাৎ হোসেন আনোয়ার। স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত কাউন্সিলর শাহজাহান মোল্লা, আমান উল্লাহ সরকার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নুরুন নাহার, ইঞ্জিনিয়ার ফেরদৌস রহমান, জুম্মান হোসেনসহ প্রমুখ।

সভায় সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক রাসেল বলেন, দীর্ঘদিন ধরে আমাদের সংগঠনটি মানবসেবায় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পরিবেশের কথা চিন্তা করে মতলব উত্তরের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি, ধীরে ধীরে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো।

তিনি আরও বলেন, সমাজের অনেকেই ভয়াল মাদকের গ্রাসে আক্রান্ত হচ্ছে। এ বিষয়ে স্বেচ্ছাসেবীদের সচেষ্ট ভূমিকা পালন করতে হবে। আশেপাশের কেউ মাদকাসক্ত হয়ে থাকলে সারা ফাউন্ডেশনের উদ্যোগে তাদেরকে মাদক নিরাময় কেন্দ্রে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

আলোচনা সভাশেষে গুণিজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। পরে ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি ফলদ বৃক্ষরোপণ করেন নবনির্বাচিত পৌর মেয়র আরিফ উল্যাহ সরকার।

পরে চারটি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন এলাকায় সহস্রাধিক গাছের চারা বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়