প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০০:০০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচারণা ও আগামী সংসদ নির্বাচনের ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্মণ্ডসাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (এসি মিজান)। তিনি গত শনিবার (২৯ জুলাই) বেলা ৩টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে একজন বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে সর্বসাধারণের সমর্থনের জন্যে তৃণমূল পর্যায়ে কাজ করছি আমি। তারই ধারাবাহিকতায় দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে নৌকার প্রার্থী হিসেবে মতলব উত্তর-দক্ষিণ (চাঁদপুর-২) আসনে নির্বাচন করার জন্য মনোনয়ন দেবেন। তবে নেত্রী অন্য কাউকে যোগ্য মনে করলে তার জন্যও তিনি নির্বাচনে নৌকার জন্যে কাজ করবেন।
তিনি বলেন, ১৯৮৪ সাল থেকে আমি ছাত্র রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি শুরু করি। পরে যখন কর্মজীবনে প্রবেশ করি তখনও আমি নৌকার জন্যে মাঠ পর্যায়ে কাজ করি। মতলব উত্তর-দক্ষিণ এলাকায় ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের নির্বাচনী প্রচারণায় নিজ উদ্যোগেই কাজ করি। সে থেকেই স্থানীয় পর্যায়ে পদণ্ডপদবিসহ কিংবা দলীয় পদবি ছাড়াই সক্রিয় রাজনীতিতে ভূমিকা রাখি।
তিনি বলেন, পরবর্তীকালে আমি সরাসরি রাজনৈতিক কর্মী হিসেবে মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে জয়লাভ করে তৃণমূল পর্যায়ে সর্বসাধারণের সেবা করার সুযোগ লাভ করি। বর্তমান সরকারের উন্নয়নের ধারবাহিকতা সবার কাছে তুলে ধরতে এবং শেখ হাসিনা সরকারের সাফল্য অব্যাহত রাখতে এবারের জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য নৌকার প্রার্থী হিসেবে কাজ করছি।
তিনি চাঁদপুর জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের কাছে অনুরোধ করে বলেন, আগামী নির্বাচনের আগে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিক বিবরণ তুলে ধরলে স্বাধীনতার সপক্ষের শক্তির বিজয় যেমন নিশ্চিত হবে তেমনি জননেত্রী শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। কারণ, দেশের এমন কোনো সেক্টর নেই যে, আগের যে কোনো সময়ের তুলনায় উন্নয়ন বেশি করেছে বর্তমান সরকার। শেখ হাসিনা সরকারের দৃশ্যমান উন্নয়ন সবার দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। গণমাধ্যমকর্মীদের কাছে আহ্বান থাকবে-আপনারা সরকারের এই উন্নয়ন চিত্র লেখনীর মাধ্যমে তুলে ধরবেন। তাহলেই দেশ উপকৃত হবে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সঞ্চালনায় মতবিনিময় সভায় চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলায় কর্মরত জাতীয়, স্থানীয় ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।