শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০০:০০

নির্বাচনে অতিথি পাখি থেকে দূরে থাকবেন
শাহরাস্তি ব্যুরো ॥

শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলাবাজারে আয়োজিত পথসভায় স্থানীয় সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, নির্বাচন ঘনিয়ে আসছে, তাই এখনই অতিথি পাখিদের আগমন শুরু হয়ে গেছে। তারা আপনাদেরকে বিভিন্ন লোভ দেখাবে, তাদের পাত্তা দিবেন না। তারা আপনাদের কোনো উন্নয়ন করেনি। আপনাদের পাশে ছিল না। তারা কখনোই জনগণের মঙ্গল চায় না, টাকা দিয়ে ভোট কিনতে চায়, সমাজে বিভাজন সৃষ্টি করতে চায়। আমি আপনাদের অভিভাবক হিসেবে কাজ করছি, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখছি, শতভাগ বিদ্যুৎ দিয়েছি, ব্রিজ কালভার্ট, রাস্তাঘাট পাকা করেছি। এ সকল উন্নয়ন সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায়। মনে রাখতে হবে জনগণের উন্নয়নের জন্যে আওয়ামী লীগকে ভোট দিতে হবে। তাই আমি আপনাদের পাশে থেকে আপনাদের অভিভাবকের দায়িত্ব পালন করতে চাই।

আওয়ামী লীগ নেতা হাজী সফিউল্লাহর সভাপতিত্বে এবং জেলা পরিষদের সাবেক সদস্য তুহিন খানের সঞ্চালনায় পথসভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক মাহবুব আলম ও সাবেক যুবলীগ নেতা শাহ্ এনামুল হক কমল।

পথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম মাস্টার, মোতালেব হোসেন, আবু সুফিয়ান সুমন, যুবলীগ নেতা আবদুল্লাহ আল মামুন, কুতুব উদ্দিন সোহাগ, মজিবুর রহমান, জয়নাল আবেদীন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়