প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুরের মেঘনা নদীতে বেশ ক’টি স্থানে এই প্রথম নতুনভাবে মোরিং বয়া স্থাপন করা হয়েছে। চাঁদপুরের নদীপথ রাতে ও ঝড়ের সময় নিরাপদ রাখতেই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এগুলো স্থাপন করেছে। চাঁদপুর লঞ্চ টার্মিনাল ঘাট, পুরাণবাজার হরিসভা সংলগ্ন ও বহরিয়া এলাকার দুটি স্থানে এ মোরিং বয়া স্থাপন করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল বাকী জানান, ঝড়ের সময় সরকারি স্থাপনা রক্ষার জন্যে এ ব্যবস্থা নেয়া হয়েছে। ইতিমধ্যে মেঘনা নদীর চারটি স্থানে এ মোরিং বয়া স্থাপনের কাজ সমাপ্ত হয়েছে। তিনি আরো জানান, নদী পথে যাতে করে নৌযান রাতের বেলায় একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করতে পারে সেজন্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে সুবিধা হচ্ছে মোরিং বয়ার চারিপাশে নৌ-যান বেঁধে রাখা যাবে। তাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না। এখান থেকে নৌযানগুলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে অনায়াসে ছেড়ে যেতে পারবে। তাতে কোনো সমস্যা হবে না বলে জানান এ কর্মকর্তা। সোমবার সরজমিনে গিয়ে দেখা গেছে, এই বয়াগুলোতে লঞ্চ ও নৌযান বাঁধা শুরু করেছে লঞ্চ কর্তৃপক্ষ। তিনি আরো জানান, চাঁদপুরের নদীপথকে নিরাপদ ও সুগম রাখতে প্রয়োজন হলে আরো মোরিং বয়া এনে স্থাপন করা হবে।