প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ০০:০০
চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার। ৩০ জুলাই রোববার সকাল ১০টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হককে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুরের নবাগত পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (সেবা)। এ সময় নবাগত পুলিশ সুপারকেও জেলার বিচার বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা ও দায়রা জজ।
জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) ফারহানা ইয়াছমিন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) মোঃ সাহেদুল করিম, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় সহ জেলার বিচার বিভাগ, পুলিশ বিভাগ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটশিপের বিচারকসহ অন্যরা।