শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:০০

শাহরাস্তিতে এসএসসিতে পাসের হার ৮৭.২৬
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

২৮ জুলাই সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এবারের এসএসসি পরীক্ষায় শাহরাস্তি উপজেলা থেকে ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৯শ’ ৩৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে ২ হাজার ৫শ’ ৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়। অকৃতকার্য হয়েছে ৩শ’ ৭৪ জন শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষায় শাহরাস্তি উপজেলা থেকে ২শ’ ২৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফলাফলে উপজেলা থেকে শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ সাফল্য অর্জন করে। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৩৩ জন জিপিএ-৫ অর্জন করলেও বিয়াম ল্যাবরেটরি স্কুলের ১৯ জন শিক্ষার্থী রয়েছে তার মধ্যে। শাহরাস্তি উপজেলা সদরে অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন করে পরীক্ষায় অংশ নেয়। শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিয়াম ল্যাবরেটরি স্কুলের ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১৯ জন জিপিএ-৫সহ শতভাগ সাফল্য অর্জন করে।

শাহরাস্তি উপজেলায় সর্বোচ্চ ৪০ জন জিপিএ-৫ পেয়েছে ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় থেকে। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপজেলার সর্বোচ্চ ১৮৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এতে ১৮২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয় মাত্র ৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পাসের হার ৯৮.৩৮। এছাড়া নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৩৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৮ জন, পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন, উনকিলা উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন, রাগৈ উচ্চ বিদ্যালয় থেকে ৮ জন, সুয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও খিলাবাজার স্কুল এন্ড কলেজ থেকে ৭ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।

শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী সূচিপাড়া উচ্চ বিদ্যালয় সবাইকে হতাশ করেছে। বিগত বছরের ঐতিহ্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে এ শিক্ষা প্রতিষ্ঠান। ১৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১২২ জন কৃতকার্য হতে পেরেছে। উপজেলায় সর্বোচ্চ ৫২ জন পরীক্ষার্থী এ প্রতিষ্ঠান থেকে অকৃতকার্য হয়েছে, যেখানে পাসের হার মাত্র ৭০.১১। এছাড়া উপজেলাতে ভরাডুবি হয়েছে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের, তাদের পাসের হার ৬১.৫৪। স্কুল থেকে কলেজে রূপান্তরিত হয়ে সবাইকে হতাশ করেছে চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। তাদের পাসের হার ৬১.২৩। শাহরাস্তি পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে আরও ভালো ফলাফল প্রত্যাশা করেছিলেন অভিভাবক মহল। প্রতি বছরই পৌর শহরের বাইরের কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান শাহরাস্তি উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে। এবারের ফলাফলেও ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়