শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:০০

চাঁদপুরে এসএসসির ফলাফল আশানুরূপ নয়
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

এবার চাঁদপুর জেলার এসএসসি পরীক্ষার ফলাফল হতাশাজনক। পাসের হার এবং জিপিএ-৫ উভয় দিক থেকেই পিছিয়ে পড়েছে অনেক। গত দু বছরের ফলাফল বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেলো।

চাঁদপুর জেলায় এবার এসএসসি পরীক্ষা দিয়েছে ২৬,৬৫৬ জন। পাস করেছে ২২,৫৯৭ জন। পাসের হার ৮৪.৭৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৮৮০ জন। এদিকে গত বছর পাসের হার ছিলো ৯৪.১২ ভাগ। ২০২১ সালে ছিলো ৯৬.৩৭ ভাগ। আর গত বছর জিপিএ-৫ পেয়েছিলো ৩,৩৪২ জন। এর আগের বছর অর্থাৎ ২০২১ সালে পেয়েছে ১,৯৬০ জন। এই তিন বছরের ফলাফলে দেখা গেছে যে, এবার চাঁদপুর জেলায় ফলাফল অনেক খারাপ করেছে।

গতকাল শুক্রবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে দেখা গেছে যে, চাঁদপুর সদর উপজেলায় মোট পরীক্ষা দিয়েছে ৫১৮৮ জন, পাস করেছে ৪৫৩০ জন, জিপিএ-৫ পেয়েছে ৬৩৫ জন। পাসের হার ৮৭.৩২ ভাগ। হাজীগঞ্জ উপজেলায় মোট পরীক্ষা দিয়েছে ৩৬৩৭ জন, পাস করেছে ৩২২৯ জন, জিপিএ-৫ পেয়েছে ২৫৮ জন, পাসের হার ৮৮.৭৮ ভাগ। শাহরাস্তি উপজেলায় মোট পরীক্ষা দিয়েছে ২৯৩৬ জন, পাস করেছে ২৫৬২ জন, জিপিএ-৫ পেয়েছে ২২৭ জন, পাসের হার ৮৭.২৬ ভাগ। কচুয়া উপজেলায় মোট পরীক্ষা দিয়েছে ৩৬০৫ জন, পাস করেছে ৩৩৬৭ জন, জিপিএ-৫ পেয়েছে ২৯৬ জন, পাসের হার ৯৩.৩৯ ভাগ। মতলব উত্তর উপজেলায় মোট পরীক্ষা দিয়েছে ৪১৮৭ জন, পাস করেছে ৩৪০৯ জন, জিপিএ-৫ পেয়েছে ২১৩ জন, পাসের হার ৮১.৮৪ ভাগ। মতলব দক্ষিণ উপজেলায় মোট পরীক্ষা দিয়েছে ২৩৬৫ জন, পাস করেছে ১৯৬১ জন, জিপিএ-৫ পেয়েছে ১০০ জন, পাসের হার ৮২.৯১ ভাগ। ফরিদগঞ্জ উপজেলায় মোট পরীক্ষা দিয়েছে ৩৯৩৩ জন, পাস করেছে ২৮৫৮ জন, জিপিএ-৫ পেয়েছে ১২৮ জন, পাসের হার ৭২.৬৬ ভাগ। হাইমচর উপজেলায় মোট পরীক্ষা দিয়েছে ৮০৫ জন, পাস করেছে ৬৮১ জন, জিপিএ-৫ পেয়েছে ২৩ জন, পাসের হার ৮৪.৬০ ভাগ।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে যে, জেলার মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে ২৩১ জন পরীক্ষা দিয়ে সকলে কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৫৬ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে ২৪১ জন পরীক্ষা দিয়ে সবাই কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৩৯ জন। তৃতীয় অবস্থানে রয়েছে আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৬৯১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬৮০জন, পাসের হার ৯৮.৪১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন।

এদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায়ও চাঁদপুরের ফলাফল সন্তোষজনক নয়। দাখিলে মোট পরীক্ষা দিয়েছে ৭৬৯৩ জন। পাস করেছে ৬৬৪০ জন। পাসের হার ৮৬.০৩ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৯৮ জন। এসএসসি (ভোকেশনালে) পরীক্ষা দিয়েছে মোট ১৭১৮ জন। পাস করেছে ১৬০৬ জন। পাসের হার ৯৩.০৫ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২১৯ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়