শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০০:০০

ঢাকায় চাঁদপুর পৌর ছাত্রদলের ৫ নেতা আটক
স্টাফ রিপোর্টার ॥

ঢাকার মহাসমাবেশে যোগ দিতে গিয়ে চাঁদপুর ছাত্রদলের ৫ নেতাকে সদরঘাট থেকে আটক করেছে পুলিশ। ২৬ জুলাই বুধবার রাতে দলীয় সূত্রে এ তথ্য জানা যায়। কোতোয়ালি থানা পুলিশ তাদেরকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করলে আদালত জামিন নামঞ্জুর করে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়। আটক ছাত্র নেতারা হলেন : চাঁদপুর পৌর ছাত্রদল নেতা জিহাদ হোসেন, মাকসুদ খান, রায়হান রেহমান শাওন, নিলয় ভূঁইয়া ও রাসেল আহমেদ রাজ।

এদিন বিকেলে তারা লঞ্চযোগে ঢাকা সদরঘাটের লালকুঠি ঘাটে নেমে উপরে আসলে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায় কোতোয়ালি থানা পুলিশ। এর আগেও কুমিল্লাতে বিএনপির সমাবেশে যোগ দিতে গিয়ে যুবদল চাঁদপুরের একাধিক নেতা গ্রেফতার হয়ে কারাবরণ করেন বলে দলটির নেতারা জানিয়েছেন।

এদিকে ঢাকার মহাসমাবেশে যোগ দিতে চাঁদপুর বিএনপি ও অঙ্গ সংগঠনের বহু নেতা-কর্মী একত্রে না এসে খণ্ড খণ্ড ভাগে ঢাকায় এসে অবস্থান নিয়েছে বলে জানা যায়। এক্ষেত্রে কৌশল অবলম্বন করেছেন তারা। মহাসমাবেশ ২৭ জুলাই হবার কথা থাকলেও একদিন পিছিয়ে শুক্রবার ২৮ তারিখ ঘোষণা করেছে দলটি।

ঢাকায় পৌঁছে যাওয়া চাঁদপুর বিএনপির একাধিক নেতা জানান, যতই বাধা আসুক আর গ্রেফতার করুক তারা আজকের সমাবেশ সফল করেই ঘরে ফিরবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়