শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০০:০০

হাজীগঞ্জ-শাহরাস্তিতে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন প্রধানীয়া
কামরুজ্জামান টুটুল ॥

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী জাকির হোসেন প্রধানীয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকা থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী। এ সংক্রান্ত বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন তিনি। তিনি অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে অধিষ্ঠিত।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য মোঃ খালেকুজ্জামান শামীমের সভাপ্রধানে বৃহস্পতিবার ২৭ জুলাই দুপুরে হাজীগঞ্জ বাজারস্থ নারগিস ফুড প্যাভিলিয়নে তিনি এই সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি লিখিত বক্তব্য পাঠ করেন এবং বক্তব্য শেষে সংবাদকর্মীদের প্রশ্নের জবাব দেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৫২ থেকে ১৯৭১ ও ১৯৭৫ সালে শাহাদাতবরণকারী সকল শহীদের মাগফেরাত কামনা করে তিনি তার বক্তব্যে বলেন, আমার নির্বাচনী উদ্দেশ্যে হচ্ছে জনগণের নানাবিধ সমস্যা চিহ্নিত এবং সমাধান করে হাজীগঞ্জ ও শাহরাস্তিকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা।

তিনি স্বাধীনতার সপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সভানেত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় মনোনয়ন পাওয়ার ইচ্ছা পোষণ করে আরো বলেন, সততা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্ম এই চার আর্দশের ভিত্তিতে আমি কাজ করবো।

তিনি আরো বলেন, আমার মামা মরহুম আব্দুর রব মিয়ার মাধ্যমে ১৯৮২ সাল থেকে রাজনীতিতে হাতেখড়ি। তিনি ইউনিয়ন ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। এরপর তিনি অস্ট্রেলিয়ায় ব্যবসার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি নিয়মিত দলীয় কার্যক্রমের পাশাপাশি সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন।

এ সময় কালচোঁ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানিক হোসেন প্রধানীয়া, নারগিস ফুড প্যাভিলিয়নের পরিচালক আওলাদ হোসেনসহ উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়