প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০০:০০
বাংলাদেশ পুলিশের সদস্য (এএসআই) হাফেজ মোঃ সোলায়মান (প্রকাশ নাম দৌলত খান) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ২৮ জুলাই বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৪ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে জুমা (৬) ও খাদিজা (৩), বাবা-মাসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের জানাজা ২৯ জুলাই শুক্রবার সকাল ৮ টায় তরপুরচণ্ডী ইউনিয়নের দরবেশ খান বাড়ি (নিজ বাড়িতে) অনুষ্ঠিত হবে। তিনি চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচণ্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুর রহিম খানের ছোট ছেলে। সে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সদস্য হিসেবে ২০১১ সালের ১৪ আগস্ট যোগদান করেন। পরবর্তীতে তিনি এএসআই পদে পদোন্নতি হন। তিনি রাঙ্গামাটি পুলিশ দপ্তরে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করতেন।