প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০০:০০
চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (সেবা) যোগদান করেছেন। তিনি ২৭ জুলাই উৎসবমুখর পরিবেশে পুলিশ সুপার হিসেবে চাঁদপুর জেলা পুলিশের দায়িত্ব নেন। তাঁকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ফুলেল শুভেচ্ছা জানান।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, রাশেদুল হক চৌধুরী, পংকজ কুমার দে ও মোঃ ইয়াসির আরাফাত, সহকারী পুলিশ সুপার আবুল কালাম চৌধুরীসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ। পরে নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কুশলাদি বিনিময় করেন।
একই সাথে পুনাক চাঁদপুরের সভানেত্রী হিসেবে নুরজাহান ইসলামকেও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পুনাক চাঁদপুরের বিদায়ী সভানেত্রী ডাঃ আফসানা শর্মী।
উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম চাঁদপুরে যোগদানের পূর্বে ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। গত ১৩ জুন মঙ্গলবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা, পুলিশ শাখা-১-এর ০০.০০০০.০৯৪.০৪.০০১.১৭ (অংশ).৯০৭ স্মারক মাধ্যমে তাঁকে চাঁদপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার রঘুনাথপুর গ্রামের অধিবাসী।
চাঁদপুরের বর্তমান পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)কে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।