রবিবার, ০২ মার্চ, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ০০:০০

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
কামরুজ্জামান টুটুল ॥

মাহফিল শেষে মাইকের তার খুলতে গিয়ে সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুহিলপুর পশ্চিমপাড়া কাজী বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে ঘটনাটি ঘটেছে। নিহত জাকির হোসেন উক্ত এলাকার মাদ্রাসা বাড়ির মৃত মমিন মিয়ার ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার (৩ মার্চ) দিবাগত রাতে সুহিলপুর গ্রামের কাজী বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে মাহফিল অনুষ্ঠিত হয়। রাত আনুমানিক ২টার দিকে মাহফিলের মোনাজাত শেষে প্যান্ডেলের মাইক খুলতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে মাইকের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন জাকির হোসেন। রাতেই তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

শুক্রবার নিহতের পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে হাজীগঞ্জ থানা পুলিশ। এদিন বাদ জুমা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়