সোমবার, ০৩ মার্চ, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১৪:০৪

খোশ আমদেদ মাহে রমজান

মুমিনের কাক্সিক্ষত মাস : রমজান

এএইচএম আহসান উল্লাহ
মুমিনের কাক্সিক্ষত মাস : রমজান

মুমিন বান্দা যে মাসটির জন্য বছরজুড়ে অপেক্ষায় থাকে, যে মাসটি ইবাদতে ভরপুর, আমলের বসন্তকাল। যে মাসটি, যে মাসটি ঘিরে ইবাদত এবং আমলের নানা আয়োজন থাকে, আসমানী কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব আল-কোরআন যে মাসটিতে অবতীর্ণ হয়েছে! প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসটিকে মহান মাস, মুবারকপূর্ণ মাস বলে ঘোষণা দিয়েছেন। বছরের সেই শ্রেষ্ঠতম মাস মাহে রমজান আজ থেকে শুরু হলো আলহামদুলিল্লাহ। এক মাস সিয়াম সাধনার মাধ্যমে একজন মুসলমান তাকে মুমিনে কামিল হিসেবে গড়ে তুলবে, নিজেকে পরহেজগার, মুত্তাকী হিসেবে গড়ে তুলবে এটাই মাহে রমজানের লক্ষ্য এবং উদ্দেশ্য।

রমজান তথা সিয়াম সাধনার অন্তর্নিহিত দিকগুলো যদি সত্যি একজন মুসলমান পরিপূর্ণভাবে অর্জন করে তাহলে অবশ্যই তিনি মহান রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী মুত্তাকী হবেন। আল্লাহ পাক পবিত্র কোরআন মাজীদে রমজান মাসের রোজা ফরজ হওয়া সংক্রান্ত যে আয়াতে কারীমা নাজিল করেছেন সেখানে রাব্বুল আলামিন মুমিনদেরকে মুত্তাকী হওয়ার জন্য রোজা ফরজ করেছেন বলে ঘোষণা দিয়েছেন। যাতে মুমিন বান্দারা মুত্তাকী হতে পারে রমজানের রোজা পালনের মাধ্যমে। যা পবিত্র কোরআনের সূরা বাক্বারার ১৮৩নং আয়াতে উল্লেখ রয়েছে। বুঝা গেলো মুমিন এক জিনিস, মুত্তাকী ভিন্ন জিনিস। মুত্তাকী হওয়ার জন্য সিলেবাস আছে, কোর্স আছে। সেই সিলেবাস পরিপূর্ণ করতে পারলে এবং সিলেবাস অনুযায়ী নিজের জীবনকে গড়তে পারলে তাহলেই মুমিন বান্দা মুত্তাকীতে পরিণত হবেন। আর মুত্তাকীর পুরস্কার হচ্ছে জান্নাত এবং মাওলায়ে হাকিকি তথা রাব্বুল আলামিনের দীদার।

তাই মুত্তাকী হওয়ার সিলেবাসটা কী? এই সিয়াম সাধনার মাসটাকে কীভাবে পালন করলে মুত্তাকীর উপযুক্ত হতে পারবো, সে বিষয়ে এই মাসজুড়ে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ্।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়