সোমবার, ০৩ মার্চ, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১৪:৩৭

চাঁদপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

অনলাইন ডেস্ক
চাঁদপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার।। বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার (২ মার্চ ২০২৫) সকালে চাঁদপুর শহরের জিটি রোডস্থ আনোয়ারা-মতিউর মডেল মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর মধ্যে এই উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলা শাখার সভাপতি লায়ন আরমান চৌধুরী রবিন। তাঁর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রোটারিয়ান উজ্জ্বল হোসাইন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাও. আব্দুর রহমান গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও কালের কণ্ঠ চাঁদপুর জেলা প্রতিনিধি ফারুক আহাম্মদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদ্রাসার কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ একটি ব্যতিক্রমী উদ্যোগ। এতে করে শিক্ষার্থীরা পড়ালেখায় আরো উৎসাহিত হবে। এটি মানবিক কাজে সংগঠনের প্রশংসনীয় কর্মসূচি। এ ধরনের কর্মসূচি শিশুদের লেখাপড়ায় আরো উৎসাহিত করবে। আরো বড়ো পরিসরে মানবতার কাজে বসুন্ধরা শুভ সংঘকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভ সংঘ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মো. হুমায়ুন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মুহাম্মদ জসীম উদ্দিন, মনির হোসেন, কার্যকরী সদস্য শিল্পী সেন, মাদ্রাসা শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বিতরণকৃত শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে : টিফিন বক্স, জ্যামিতি বক্স, পানির ফ্লাক্স, খাতা, পেন্সিল, রাবার ইত্যাদি ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়