সোমবার, ০৩ মার্চ, ২০২৫  |  
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ০৩:৫০

রাজধানীতে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের রহস্যজনক মৃত্যু!

আত্মহত্যা নাকি অন্য কিছু?

মো. জাকির হোসেন
আত্মহত্যা নাকি অন্য কিছু?
সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা(ছবি সংগৃহীত)

রাজধানীর কলাবাগান এলাকার ক্রিসেন্ট রোডের নিজ বাসা থেকে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা (৫৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি নিছক আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, তা নিয়ে তৈরি হয়েছে নানা গুঞ্জন।

পরিবার যা বলছে

পরিবারের সদস্যদের দাবি, বেশ কিছুদিন ধরে তিনি মানসিক চাপে ছিলেন এবং হতাশায় ভুগছিলেন। তার স্ত্রী অনুভা ম্রোং জানান, পেশাগত ও পারিবারিক বিভিন্ন কারণে তিনি উদ্বিগ্ন ছিলেন এবং গত এক সপ্তাহ ধরে নিয়মিত ঘুমের ওষুধ খাচ্ছিলেন।

নাটকীয় মোড়: কীভাবে মরদেহ শনাক্ত হলো?

শনিবার (১ মার্চ) সকাল ৭টার পর অনুভা ম্রোং কর্মস্থলে যান। বেলা ১১টার দিকে স্বামীর মোবাইলে কল করে সাড়া না পেয়ে মেয়েদের ফোন করে বাবার খোঁজ নিতে বলেন। মেয়েরা বাসায় এসে দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকির পর দরজা খুলে তারা দেখতে পান, তাদের বাবা ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন।

ঘটনার খবর পেয়ে কলাবাগান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আত্মহত্যা নাকি পরিকল্পিত কিছু?

কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান জানান, "প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে, তবে সঠিক কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।"

তবে আইনজীবী মহলের একাংশ মনে করছেন, এ মৃত্যু নিয়ে আরও গভীর তদন্ত প্রয়োজন। টাইটাস হিল্লোল রেমা ২০০৯-২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে কোনো পেশাগত বিরোধের কারণেও তিনি চাপে থাকতে পারেন বলে ধারণা করছেন অনেকে।

আইনজীবী মহলে শোকের ছায়া

টাইটাস হিল্লোল রেমার মৃত্যুতে আইনজীবী মহলে শোকের ছায়া নেমে এসেছে। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একাধিক সদস্য তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, "তিনি একজন নিষ্ঠাবান আইনজীবী ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।"

এখন অপেক্ষা, ময়নাতদন্ত রিপোর্ট কী বলবে? আত্মহত্যার পেছনে সত্যিই মানসিক চাপ কাজ করেছে, নাকি অন্য কোনো অজানা সত্য লুকিয়ে আছে—তা সময়ই বলে দেবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়