রবিবার, ০২ মার্চ, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ২০:২০

শাহরাস্তিতে লেবুতে আগুন!

শাহরাস্তিতে লেবুতে আগুন!
মো. মঈনুল ইসলাম কাজল

শাহরাস্তির বাজারগুলোতে প্রচুর পরিমাণে লেবুর আমদানি থাকলেও লেবুতে হাত দিতে পারছেন না ক্রেতারা। সপ্তাহখানেক আগেও যে লেবুর হালি বিক্রি হতো ৩০ টাকা, তা এক লাফে বেড়ে দাঁড়িয়েছে ৮০ টাকা।

শাহরাস্তি উপজেলার ঠাকুরবাজারে সরজমিনে দেখা গেছে যে, বাজারে প্রচুর পরিমাণে লেবুর আমদানি রয়েছে। অথচ দাম ধরাছোঁয়ার বাইরে। বেশ ক'জনের সাথে কথা বলে জানা গেছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে হঠাৎ করেই দাম বাড়িয়ে দেয়া হয়েছে। বাজারে কোনো প্রকার মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীরা রমজানে অধিক মুনাফার লোভে এ কাজটি করে যাচ্ছেন।

শনিবার (১ মার্চ ২০২৫) শাহরাস্তি উপজেলার বিভিন্ন বাজারে লেবুর হালি ১শ' টাকার উপরে বিক্রি হয়েছে। এদিকে কালীবাড়ি বাজারেও খেয়াল খুশিমতো ক্রেতাদের জিম্মি করে ইচ্ছেমতো দাম রাখা হচ্ছে। কয়েক রকমের লেবু সাজিয়ে বিভিন্ন দামে বিক্রি করতে দেখা গেছে। সাধারণ ক্রেতাদের দাবি, শুধুমাত্র রমজানের কারণে তারা দাম বাড়িয়ে দিয়েছে। অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে রেহাই পেতে প্রশাসনের তদারকি জোরদার করার দাবি জানান তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়