শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ২২:১৬

মাহে রমজানকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জে ছাত্র হিজবুল্লাহর মিছিল সমাবেশ

মাহে রমজানকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জে ছাত্র হিজবুল্লাহর মিছিল সমাবেশ
ফরিদগঞ্জ ব্যুরো

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে অশ্লীলতা-বেহায়াপনা রোধ, রমজানের পবিত্রতা রক্ষা, বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে ফরিদগঞ্জে ছাত্র হিজবুল্লাহর উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১ মার্চ ২০২৫) সকালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার গেট হতে মিছিলটি শুরু হয়ে ফরিদগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়র শেষ হয়। পরে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

ফরিদগঞ্জ উপজেলা ছাত্র হিজবুল্লাহর আহ্বায়ক মো. নোমান ছালেহির সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা জমিয়তে হিজবুল্লাহর সভাপতি মাওলানা আবুল হাসান মুহাম্মদ সাইফুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্র হিজবুল্লাহর আহ্বায়ক মাওলানা হেলাল উদ্দিন ও সাবেক আহ্বায়ক মাওলানা মোহাম্মদ বদরুদ্দোজা।

এছাড়া মিছিলে আরো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম, উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম হাবিবুর রহমান, মাওলানা আরমান হোসেন, কাউসার হোসেন, হাঁসা মাদ্রাসার ভিপি এবং বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়