প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩, ০০:০০
![চাঁদপুর কণ্ঠের সংবাদদাতা জসিম উদ্দিন মিজির ইন্তেকাল](/assets/news_photos/2023/01/19/image-28557.jpg)
দৈনিক চাঁদপুর কণ্ঠের ফরিদগঞ্জ উপজেলার উত্তরাঞ্চল প্রতিনিধি জসীম উদ্দীন মিয়াজী (৪৮) আর বেঁচে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জসিম উদ্দিন মিয়াজী ২০০৭ সাল থেকে চাঁদপুর কণ্ঠে কাজ করছিলেন। তিনি বালিথুবা পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দুইবারের সফল ইউপি সদস্য ছিলেন। এছাড়া ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ছাড়াও বহু সংগঠনের সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে জসিম উদ্দিন মিয়াজী দুই কন্যা ও এক ছেলে এবং স্ত্রী সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
উল্লেখ্য, জসিম উদ্দিন মিয়াজী এক বছর আগে থেকে ঢাকায় বসবাস শুরু করেন। বুধবার ভোর রাতে তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকার টঙ্গী এলাকার একটি হাসপাতালে নিলে তাকে সেখানে মৃত ঘোষণা করা হয়। জসিম উদ্দিন মিয়াজী দীর্ঘদিন ধরে হৃদরোগ এবং ডায়াবেটিসজনিত সমস্যায় ভুগছিলেন। ওইদিনই বাদ জোহর বালিথুবায় অদুদিয়া ফাজিল মাদ্রাসায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ হারুন-অর-রশিদ (সাগর), ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, ইউপি চেয়ারম্যান এইচএম হারুনুর রশীদ, আওয়ামী লীগ নেতা খাজে আহমেদ মজুমদার, জিএম হাছান তাবাচ্চুম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সিনিয়র সহ-সভাপতি এমকে মাানিক পাঠান, সিনিয়র সাংবাদিক আবু হেনা মোস্তফা কামালসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ অংশ নেন। জানাজাকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সম্পাদক প্রবীর চক্রবর্তীসহ অনেক শুভাকাক্সক্ষী উপস্থিত ছিলেন।