প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৮
ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে বড়ো ভাইয়ের মৃত্যু
![ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে বড়ো ভাইয়ের মৃত্যু](/assets/news_photos/2025/02/15/image-58935-1739617217bdjournal.jpg)
মতলব উত্তর উপজেলায় ছোট ভাইয়ের ১৩ দিন পর বড়ো ভাইয়ের মৃত্যু হয়েছে। উপজেলার আদুর ভিটি গ্রামে এ ঘটনাটি ঘটে।
রোববার (২ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর আড়াইটায় চাঁদপুর শহরের বিপণীবাগের রূপসী আবাসিক হোটেল থেকে রুবেল হাসান রাফি (২৮)-এর সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ছোট ভাইয়ের ১৩ দিনের মাথায় বড়ো ভাই জাহাঙ্গীর আলম সর্দারের (৫৫) মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) রাতে মারা যান জাহাঙ্গীর।
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামের হাবিব উল্ল্যা সরদারের ছেলে রুবেল হাসান রাফি (২৮) ও জাহাঙ্গীর আলম সর্দার (৫৫)। ছয় ভাই ও এক বোনের মধ্যে জাহাঙ্গীর সবার বড় ও রুবেল ছোট। জাহাঙ্গীরের পরিবারে চার সন্তান আছে। রুবেল অবিবাহিত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৫) প্রবাসে পাড়ি জমাতে রুবেলের বিমানে ওঠার কথা ছিলো। সদা হাস্যোজ্জ্বল সেই রুবেল হাসান রাফি কাঙ্ক্ষিত প্রবাস জীবনের পরিবর্তে ঘুমিয়ে আছে পরপারের জীবনে।
রুবেলের প্রবাসী ভাই চাঁন মিয়া জানান, আমার ছোট ভাই রুবেলের মৃত্যুর ভার পরিবার সইতে পারছে না। ছোট ভাইয়ের এমন মৃত্যুর শোক সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে বড়ো ভাই জাহাঙ্গীর আলম সর্দার মারা গেছেন। ১৩ দিনের মধ্যে দুভাইকে হারিয়ে তিনিসহ পরিবারের সবাই শোকে মুহ্যমান। পরপর দুই স্বজনের মৃত্যুর ভার নিতে পারছেন না স্বজনেরা।
ভাই চান মিয়া দাবি করেন, রুবেলকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে তার বন্ধু।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, রুবেলের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা । ঘটনাটির আপাতত তদন্ত চলছে। রুবেলের সঙ্গে থাকা ওই ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।