প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০০
চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ১০ জন
![চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ১০ জন](/assets/news_photos/2025/02/15/image-58941-1739620921bdjournal.jpg)
দেশের দশ গুণী ব্যক্তি পাচ্ছেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার। শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ১২টায় চাঁদপুরস্থ গ্র্যান্ড সিটি চাইনিজ রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।
এ সময় তিনি বলেন, দুই বছরের পুরস্কার এক সঙ্গে প্রদানের সিদ্ধান্ত নিয়েছি আমরা। ২০২৩-এ কবিতায় আশরাফ আহমদ, কথাসাহিত্যে নাহিদা আশরাফী, গবেষণা সাহিত্যে হাসান আলী, সংগীতে শহীদুল্লাহ ফরায়জী ও চারুকলায় মোহাম্মদ আজাদ হোসেন; ২০২৪-এ কবিতায় হোসেন দেলওয়ার, সংগীতে মিল্টন খন্দকার, শিশুসাহিত্যে হাসনাত আমজাদ, সংগঠনে গৌরাঙ্গ সাহা, বিপ্লব ও গণমিছিলের কণ্ঠস্বর বিভাগে রকিব লিখন পেয়েছেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার।
একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সদস্য সচিব শিউলী মজুমদার, সহকারী পরিচালক ফেরারী প্রিন্স, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম ও নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি।
সংগঠনের সভাপতি আয়শা আক্তার রুপা বলেন, এ মাসের মধ্যেই আমরা আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেয়ার চেষ্টা করবো।
চর্যাপদ একাডেমির প্রতিষ্ঠাতা রফিকুজ্জামান রণি বলেন, পুরস্কার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্যে একটি উপ-কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে দেশবরেণ্য লেখকদের উপস্থিতিতে পুরস্কার প্রদানের আয়োজন সম্পন্ন হবে।
২০১৯ সাল থেকে চর্যাপদ সাহিত্য একাডেমি নিয়মিত পুরস্কার প্রদান করে আসছে। এর আগে জামসেদ ওয়াজেদ, মজিদ মাহমুদ, হামিদ কায়সার, তপন বাগচী, মনি হায়দার, বীরেন মুখার্জী, শাহেদ কায়েস, মিলু শামস, স্বরূপ রতন দত্ত, ফারহানা রহমান, রকিবুল হাসান, মাসুদুল হক, ফারুক সুমন, পারভীন সুলতানা, হেনরী স্বপন, নিলুফা আক্তার, মামুন রশীদ, প্রত্যয় হামিদ, সৈয়দ শিপুল ও রহমান হাবিবসহ অনেক গুণীজনের হাতে উঠেছে এ পুরস্কার।
এবারের আয়োজনে অনুষ্ঠান পার্টনার অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা.কম ও ইয়ূথ ফোরাম বাংলাদেশ।-প্রেস বিজ্ঞপ্তি।