প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৬
বালিথুবায় মার্কেন্টাইল ব্যাংকের সার বিতরণ
![বালিথুবায় মার্কেন্টাইল ব্যাংকের সার বিতরণ](/assets/news_photos/2025/02/15/image-58930-1739599699bdjournal.jpg)
ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নে মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোগে ক্ষুদ্র-প্রান্তিক ও দরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাঁও গার্লস স্কুল মাঠে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের গরিব কৃষকদের মাঝে ইউনিয়ন বিএনপির সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম কাঞ্চন মুন্সি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা উপস্থিত থেকে এই সার বিতরণ করেন।
ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির মোল্লার সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম কাঞ্চন মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটোয়ারী, মাসুদ বেপারী ও চান্দ্রা বাজার মার্কেন্টাইল ব্যাংক উপশাখার ম্যানেজার জসিম উদ্দিন। আরো বক্তব্য রাখেন ১নং বালিথুবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান বাবলু পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম পাটোয়ারী, জেলা কৃষক দলের সহ-সভাপতি আবু ছালেহ কবিরাজ, উপজেলা কৃষক দলের সভাপতি হেলাল মাস্টার সহ অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চান্দ্রা বাজার মার্কেন্টাইল ব্যাংক উপ শাখার অফিসার মাসুদ খান, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শাহাজাহান, শ্রমিক দলের সভাপতি ওবায়দুল্লাহ খান, যুবদলের নেতা আল আমিন খান সহ ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা, কর্মী ও সমর্থকবৃন্দ।