শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৪

রামগঞ্জে আলোচিত জামায়াত নেতা হত্যার মূল আসামি কামাল গ্রেফতার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রামগঞ্জে আলোচিত জামায়াত নেতা হত্যার মূল আসামি কামাল গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগঞ্জে আলোচিত জামাত নেতা হত্যা মামলার মূল আসামি চাচা কামাল হোসেন ওরফে কুত্তা কামালকে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাত ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকার মিরপুর শাহআলি থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামগঞ্জ উপজেলার ১ নং কাঞ্চনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জামাতের আমির সানোয়ার হোসেন হত্যা মামলার মূল আসামি কামাল হোসেনকে আটক করেছে। তিনি নিহত সানোয়ার হোসেনের চাচা। স্থানীয়ভাবে তিনি ‘কুত্তা কামাল’ নামে পরিচিত।

জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ভাতিজা সানোয়ার হোসেনকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করে কামাল হোসেন ওরফে কুত্তা কামাল পালিয়ে যায়। এ ব্যাপারে নিহত সানোয়ার হোসেনের স্ত্রী আরজিনা বেগম তন্বী বাদী হয়ে ঐদিনই রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

রামগঞ্জ থানার উপপরিদর্শক (এস আই)

বাবর আলী গ্রেপ্তারের ব্যাপারটি সাংবাদিকদের নিশ্চিত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়