প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫০
মুন্সিগঞ্জের শ্রীনগরে কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি: এলাকাবাসীর মধ্যে আতঙ্ক
কবরস্থানে আতঙ্ক
![কবরস্থানে আতঙ্ক](/assets/news_photos/2025/02/15/image-58944-1739627904bdjournal.jpg)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বেঁজগাও কবরস্থান থেকে পাঁচটি কবর খুঁড়ে লাশের আংশিক কঙ্কাল চুরি হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
|আরো খবর
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি রাতে যেকোনো সময়ে কঙ্কালগুলো চুরি হয়। কবরগুলোর মধ্যে রয়েছে—
১. মোঃ আব্দুল সামাদ শেখ (পিতা: মরহুম ফরমান শেখ)
2. মোসাঃ সায়মা সুলতানা মিতু (পিতা: মরহুম ওহাব)
3. শেখ আজমল (পিতা: শেখ হেলাল)
4. মোসাঃ হাসিনা বেগম (পিতা: মরহুম রফিক চৌধুরী)
5. একটি অজ্ঞাত কবর
স্থানীয়রা জানান, সকালে কবরস্থান পরিদর্শনকালে কবর খোঁড়া দেখতে পেয়ে মতুয়াল্লি (কবরস্থানের দেখভালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি) থানায় খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে।
বেঁজগাও কবরস্থান মসজিদ ও মাদ্রাসার সভাপতি আবুল কালাম কানন জানান, “এর আগেও ২০২২ সালে একবার এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছিল। তখন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলাম, কিন্তু চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি। এবারও একই ঘটনা ঘটলো, যা আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়।”
এ বিষয়ে শ্রীনগর থানার ওসি মোঃ শাকিল বলেন, “খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি, কবরস্থানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন তারা।
উল্লেখ্য, দেশের বিভিন্ন এলাকায় মাঝে মাঝে কঙ্কাল চুরির ঘটনা ঘটছে, যা সাধারণত অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত চক্রের কাজ বলে মনে করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত তদন্ত ও যথাযথ পদক্ষেপই পারে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে।
ডিসিকে/এমজেডএইচ