প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৬
শিক্ষার্থীর মৃত্যু: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে ছাত্র-জনতার কফিন মিছিল
![শিক্ষার্থীর মৃত্যু: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে ছাত্র-জনতার কফিন মিছিল](/assets/news_photos/2025/02/15/image-58929-1739563875bdjournal.jpg)
গাজীপুরে হামলায় আবুল কাশেম নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে চাঁদপুরে কফিন মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
|আরো খবর
গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে চাঁদপুর শহরে এই কফিন মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সন্ধ্যায় শহীদ মিনারে গাজীপুরে আওয়ামী লীগের কর্মীদের হাতে খুন হওয়া আবুল কাশেম হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন করা হয়।
কফিন মিছিলে অংশ নেওয়া চাঁদপুরের বৈষম্যবিরোধী ছাত্র জনতা এ সময় বিভিন্ন স্লোগান দেন—
“দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে”, “ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”, “হৈ হৈ রৈ রৈ, খুনি হাসিনা গেলি কই”, “মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ”, “আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না” ইত্যাদি।
ডিসিকে/এমজেডএইচ