প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৪
হুমকির মুখে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেড়িবাঁধ
নদী ভাঙ্গনের কবলে তিনটি গ্রাম
![নদী ভাঙ্গনের কবলে তিনটি গ্রাম](/assets/news_photos/2025/02/15/image-58940-1739620597bdjournal.jpg)
মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া, হাপানিয়া ও নবীপুরে ধনাগোদা নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করছে। এমন ভাঙ্গনে মেঘনা-ধনগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধটি হুমকির মুখে রয়েছে। ধনাগোদা নদীর পাড়ের মানুষ আতঙ্কের মধ্যে দিনযাপন করছে।
নদী ভাঙ্গন রোধে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৫) উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। তাদের দাবি, দ্রুত নদী ভাঙ্গনরোধে ব্যবস্থা না নিলে জমিসহ ভিটেমাটি ছাড়া হতে হবে। ভাঙ্গনের শিকার হবে মেঘনা-ধনগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধটি।
জানা গেছে, অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে মতলব উত্তরে দিন দিন নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করছে। ভাঙ্গনে কৃষি জমি, ঘরবাড়ি, রাস্তা, নদীতে বিলীন হয়ে যাচ্ছে। মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধটি নদী দ্বারা বেষ্টিত। নদী ভাঙ্গনের কারণে বেড়িবাঁধ এখন হুমকির মুখে।
সরেজমিনে জানা যায়, বাগানবাড়ি ইউনিয়নের খাগুরিয়া, হাপানিয়া ও নবীপুর গ্রামে গত এক সপ্তাহে অসময়ের ভাঙ্গনে নদীরপাড়স্থ বাড়ি-ঘর, সংলগ্ন রাস্তা, সরকারি ঘাটলা সহ ফসলি জমি ভেঙ্গে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে কয়েক শতাধিক পরিবার। আতঙ্কে রয়েছে তিনটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ ।
উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন বলেন, গত সপ্তাহ থেকে আবারো নতুন করে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। অনেকে ইতোমধ্যে জমি হারিয়ে পথে বসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে কোনো দৃষ্টি নেই। কখন যে নদীতে ভেঙ্গে আমাদের ঘরবাড়ি ফসলি জমিসহ বিলীন হয়ে যায় সে আশঙ্কায় আছি। এমনকি মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধটি ঝুঁকিতে পড়ছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
ইউপি সদস্য চাঁন মিয়া বলেন, নদীর পানি কমেছে, বেড়েছে নদীর স্রোত। কয়েকদিনে অনেক জায়গা ভেঙ্গেছে। ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে এসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, ইটভাটা, মসজিদ, হাট-বাজার ও রাস্তাঘাট।
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের দায়িত্বে নিয়োজিত পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. সেলিম শাহেদ বলেন, আমি নতুন এসেছি। ভাঙ্গনের বিষয়টি আমি জানতাম না। এখন জানলাম। বিষয়টি দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।