রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১১

অতীতেও বিতর্কিত কর্মকাণ্ডে আলোচিত তাহেরী, এবার মুরাদনগরে সহিংসতার কেন্দ্রবিন্দু

দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ

বিশেষ সংবাদদাতা
দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ
ছবি : সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে বিতর্কিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জুমার নামাজের পর এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সংঘর্ষের কারণ:

আগামী ২১ ফেব্রুয়ারি সুরুজ ফকির বাড়িতে তাহেরীর আগমনের ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার পর স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী তাহেরীর আগমনের বিরোধিতা করে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। জুমার নামাজের পর আমপাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে আমপাল পূর্বপাড়া ডালিমের বাড়ির সামনে পৌঁছালে সুরুজ ফকিরের অনুসারীরা মিছিলে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

আহতদের পরিচয়:

আহতরা হলেন আমপাল গ্রামের নিজাম উদ্দিন (৩০), ইয়াসিন (৩৫), রুবেল মাঝি (২৫), মনির হোসেন (৩৫), জুয়েল (২৪), আল-আমিন, রহমান শিকদার, কাজল খান, ফাহিম শিকদার ও ডালিম সরকার।

পুলিশের পদক্ষেপ:

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্প্রতি তাহেরীকে কেন্দ্র করে অন্যান্য ঘটনা:

এর আগে, ১৪ ডিসেম্বর ২০২৪ তারিখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিনা অনুমতিতে মাহফিল আয়োজনের অভিযোগে তাহেরীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ সদস্যরা হামলার শিকার হন। তাহেরী সে সময় ছদ্মবেশে পালিয়ে যান।

মুফতি গিয়াস উদ্দিন তাহেরী তার বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের জন্য পরিচিত। তার বক্তব্যে ব্যবহৃত কিছু সংলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, মুফতি গিয়াস উদ্দিন তাহেরী ২১ ফেব্রুয়ারি যাত্রাপুর, মুরাদনগর, কুমিল্লায় একটি মাহফিলে অংশগ্রহণের কথা রয়েছে।

এ ধরনের ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও সমাজের নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় ও সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়