রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৫

দৈনিক চাঁদপুর সংবাদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনি সমাজে আয়নার মতো কাজ করবে : ইউএনও (ভারপ্রাপ্ত) জাবেদ হোসেন চৌধুরী

রেদওয়ান আহমেদ জাকির
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনি সমাজে আয়নার মতো কাজ করবে : ইউএনও (ভারপ্রাপ্ত) জাবেদ হোসেন চৌধুরী

মতলব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাবেদ হোসেন চৌধুরী বলেছেন, সাংবাদিকদের ঐক্যের কোনো বিকল্প নেই। সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনি সমাজে আয়নার মতো কাজে লাগবে। তিনি আরো বলেন, ৩০ বছর অনেকটা সময়। এ মাইলফলকে আসতে চাঁদপুর সংবাদকে পার হতে হয়েছে অনেক ভঙ্গুর পথ। এ জন্যে চাঁদপুর সংবাদের সংশ্লিষ্ট সবার জন্যে শুভ কামনা। আশা করছি, সাংবাদিকতার নীতি মেনে সাংবাদিকরা সামনে এগিয়ে যাবে, উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। সাংবাদিকরা গঠনমূলক সংবাদ পরিবেশনে সমাজে ভূমিকা রাখবে বলে আশা রাখি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫) মতলব কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আব্দুর রহমানের সভাপতিত্বে ও মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি, কবি ও সাহিত্যিক মুহাম্মদ জাকির হোসেন ও মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার পরিচালক মাকসুদুল হক বাবলু। আরো বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আমির খসরু প্রধান, সাবেক সভাপতি ইকবাল হোসেন, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি ও পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান সরকার, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আকতার হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি গোলাম নবী খোকন, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন, সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির, সাপ্তাহিক আজকের মতলব পত্রিকার যুগ্ম সম্পাদক লোকমান হোসেন হাবীব, মতলব প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আশরাফুল জাহান শাওলিন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আজকের মতলবের বার্তা সম্পাদক আ. মান্নান খান, দৈনিক চাঁদপুর খবরের মতলব প্রতিনিধি সমীর ভট্টাচার্য্য বলু, দৈনিক ইলশেপাড়ের মতলব প্রতিনিধি সফিকুল ইসলাম রিংকু, মতলব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সদস্য মো. রোমান কাজী, যুবদল নেতা ও সাংবাদিক দীপু সরকার, দৈনিক প্রিয় চাঁদপুরের মতলব প্রতিনিধি সাইফুর রহমান সবুজ, পৌর যুবদলের সদস্য মোঃ কাউসার মিয়াজী, ৮নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম মিয়া, অঙ্গীকার বন্ধু সংগঠনের সভাপতি সাংবাদিক আল আমিন, সাংবাদিক এস.এ পলাশ, দৈনিক আলোকিত চাঁদপুরের মতলব প্রতিনিধি মো. রবিউল আলম, মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক মো. কামরুল ইসলাম, মতলব স্মার্ট ফ্যাশনের স্বত্বাধিকারী টিপু সুলতান ও মতলব ডিগ্রি কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান বিথী। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি নুরে আইন শিউলী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব ব্যুরো ইনচার্জ রেদওয়ান আহমেদ জাকির। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যরা কেক কাটেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়