প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১০
পবিত্র শবে বরাত পালিত
![পবিত্র শবে বরাত পালিত](/assets/news_photos/2025/02/15/image-58931-1739599894bdjournal.jpg)
ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদত-বন্দেগি আর দোয়ার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় চাঁদপুরেও পালিত হয়েছে পবিত্র শবে বরাত। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৫) এশার নামাজের সময় মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল নামে। এশার নামাজ আদায়ের পর চাঁদপুর জেলা সদরের সবচে' বড়ো মসজিদ পুরাণবাজার জামে মসজিদে পবিত্র শবে বরাতের ফজিলত ও তাৎপর্যের ওপর আলোচনা করেন পেশ ইমাম মুফতি ইব্রাহিম খলিল মাদানী। আলোচনার পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অন্যান্য মসজিদেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র শবে বরাত ১৪৪৬ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এবং মসজিদ কমিটির আয়োজনে ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ নাতসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
রাতব্যাপী ওয়াজ মাহফিল, হামদ-নাতসহ ইবাদত বন্দেগিতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিগণ । ভোর ৫টা ৫০ মিনিটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি হয়।