মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ০০:০০

ফরিদগঞ্জে করোনা রোগীদের অক্সিজেন সেবায় এগিয়ে এলেন  সিআইপি জালাল আহমেদ
প্রবীর চক্রবর্তী ॥

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর অক্সিজেন সেবা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের দেশ কাতার আওয়ামী লীগ ফোরামের উপদেষ্টা দানবীর ও সমাজসেবক সিআইপি জালাল আহমেদের উদ্যোগে ফরিদগঞ্জে অক্সিজেন সিলিন্ডার সেবা কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার করোনা রোগীদের জরুরি অক্সিজেন সেবা নিশ্চিত করতে আজ মঙ্গলবার (৩ আগস্ট) থেকে প্রাথমিকভাবে কাজ শুরু হবে।

বিষয়টি নিশ্চিত করে জালাল আহমেদের ছোট ভাই সাহাবুদ্দিন সাবু চাঁদপুর কণ্ঠকে জানান, করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন প্রয়োজন সেটা উপলব্ধি করে জালাল আহমেদের নির্দেশনা মোতাবেক অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করেছি। মঙ্গলবার থেকে আমরা কাজ শুরু করবো। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নের চাহিদা মাফিক অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিতে আমাদের স্বেচ্ছাসেবক দল কাজ করবে।

তিনি আরও জানান, করোনা আক্রান্ত রোগীর জন্যে কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন তা নিশ্চিত করা প্রথমে প্রয়োজন। এজন্যে আমরা চিকিৎসক বা টেকনিশিয়ানদের সহযোগিতা নিয়ে রোগীদের অক্সিজেন সেবাটি পরিপূর্ণভাবে প্রদান করতে চেষ্টা করবো। আশাকরি সকলে আমাদের সহযোগিতা করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়