মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ০০:০০

শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে ১৬০ জন রিকশা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান
গোলাম মোস্তফা ॥

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষ থেকে চাঁদপুর শহরের ১৬০ জন রিকশা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে চাল বা খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে গতকাল ২ আগস্ট সোমবার দুপুরে শহরের লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কর্মহীন, অসহায় ও দুঃস্থ ১৬০ জন রিকশা শ্রমিকদের মাঝে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি করে চাল বা খাদ্য সহায়তার প্যাকেট তুলে দেয়া হয়।

শিক্ষামন্ত্রীর পক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু এ খাদ্য সহায়তা প্যাকেট তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি ও পৌর প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ইউনুছ শোয়েব, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাপ্পী পাল, নবগঠিত জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান পরান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কাউছার, দপ্তর সম্পাদক রনজিৎ সাহা মুন্নাসহ আওয়ামী লীগ ও অঙ্গণ্ডসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়