মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ০০:০০

দুর্নীতির দায়ে বরখাস্ত হলেন ধলাইতলী জনতা উবি’র প্রধান শিক্ষক মিজানুর রহমান
সোহাঈদ খান জিয়া/নজরুল ইসলাম বাবলু ॥

মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, দুর্নীতি, শৃঙ্খলাভঙ্গ, পেশাগত অসদাচরণ ও অন্যান্য অভিযোগের দায় প্রমাণিত হওয়ায় তিনি চূড়ান্ত বরখাস্ত হলেন। গত ২৩ জুন ২০২১খ্রিঃ তারিখে ইস্যুকৃত কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব স্বাক্ষরিত পরিপত্রে এই আদেশ জারি হয়। যার স্মারক নং শিঃবঃ/আইন/২০/২০১৮ণ্ড২০২১ইং। যা বিদ্যালয়ের সভাপতি নিশ্চিত করেছেন।

জানা যায়, বরখাস্তকৃত এই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উঠে। গত ২/১২/২০১৭খ্রিঃ তারিখে দাখিলকৃত অভিযোগ প্রমাণিত হয় মর্মে বিদ্যালয় অভ্যন্তরীণ অর্থ উপণ্ডকমিটি প্রতিবেদন দেয়। তারপর ৩০/০৪/২০১৮খ্রিঃ তারিখে চাঁদপুরের তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রাপ্ত তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় মিজানুর রহমানের বিরুদ্ধে চাকুরির বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যালয়ের সভাপতিকে নির্দেশক্রমে অনুরোধ জানান।

এদিকে প্রধান শিক্ষক মিজানুর রহমান উপরোক্ত বিষয়ে চাঁদপুর জজ কোর্টে ১৩৬/২০১৮ নং একটি দেওয়ানী মামলা করেন। যা জেলা ও দায়রা জজ আদালত গত ২৯/০৮/২০১৯ খ্রিঃ তারিখের রায়ে মিজানুর রহমানের আর্জিটি প্রত্যাখ্যান করেন।

এদিকে এর আগে বিদ্যালয়ের সভাপতি ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ১১/০৪/২০১৮খ্রিঃ তারিখে বিধি মোতাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমানকে সাময়িক বরখাস্ত করে ১৫/০৭/২০১৮খ্রিঃ তারিখে চূড়ান্ত বরখাস্ত অনুমোদনের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ডের আপিল এন্ড আরবিট্রেশন কমিটিতে প্রেরণ করেন। আরবিট্রেশন কমিটি ১৮/০৩/২০২১খ্রিঃ তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক মিজানুর রহমানকে ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের চাকুরি থেকে চূড়ান্ত রবখাস্তের অনুমোদন দিয়ে বিদ্যালয়ের সভাপতি ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বরাবর গত ২৩/০৬/২০২১খ্রিঃ তারিখে পরিপত্র দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়