প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২, ০০:০০
মক্কা-মদিনা ও থাই লেখা সম্বলিত ব্যাগে থাকা ১০ কেজি গাঁজা জব্দসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। সোমবার ভোররাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন উপজেলা পরিষদ গেটের সামনে থেকে উক্ত মাদক ব্যবসায়ীদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন : কুমিল্লার দাউদকান্দি উপজেলার কাটারপাড়া গ্রামের মৃত রৌশন আলীর ছেলে রুহুল আমিন (৩৫) ও একই জেলার সদর দক্ষিণ উপজেলার কোতয়ালী থানার জগন্নাথপুর ইউনিয়নের জাখুনি পাড়ার মৃত দেলোয়ারের ছেলে রাজা মিয়া (৩০)।
থানা পুলিশ জানায়, গ্রেফতাকৃত রুহুল আমিনের কাছে ৬ কেজি ও রাজার কাছে ৪ কেজি গাঁজা পাওয়া যায়। ভিন্ন দুই ব্যাগে স্কচটেপ মোড়ানো প্যাকেটে করে বড় দুটি কাপড়ের ব্যাগে গাঁজাগুলো বহন করা হয়। রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে এ মাদকের চালান জব্দ করা হয়। মাদক জব্দের অভিযানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজসহ সঙ্গীয় ফোর্স।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ মাদক জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর নামে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে আদালতে পাঠানো হয়।