প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের পুরাণবাজারে এক ব্যবসায়ীর দোকান থেকে পলিব্যাগে থাকা প্রায় চার লাখ টাকা চোখের পলকে নিয়ে উধাও হয়ে গেছে এক চোর। সিসিটিভিতে চুরির ঘটনা দেখা গেলেও চোর শনাক্ত হয়নি। সোমবার সকাল ৮টার সময় বাজার এলাকার ফলপট্টির বিসমিল্লাহ স্টোর নামে কনফেকশনারীর পাইকারী দোকানে চুরির এ ঘটনা ঘটে।
দোকানের মালিক স্থানীয় ফল ও কনফেকশনারী ব্যবসায়ী আবুল কালাম (৬০) জানান, প্রতিদিনের মত বাড়ি থেকে সকালে দোকানে আসেন। সকাল ৮টার কিছু সময় আগে দোকানের সার্টার খুলে তার হাতে থাকা পলিব্যাগে রক্ষিত টাকার ব্যাগটি দোকানের বিস্কুট-চানাচুরের বস্তার উপর রাখেন। এরপর পাশের মিষ্টির দোকান থেকে পানি আনতে গেলে এই সুযোগে অজ্ঞাত চোর টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। তিনি দোকানে এসে দেখেন তার ব্যাগটি নিচে পড়ে আছে। পলিথিনে মোড়ানো টাকাগুলো নেই। সাথে সাথে আশ-পাশের মানুষকে চুরির ঘটনা জানালে তারা সেখানে ছুটে আসেন।
পরে দোকানের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখেন, গায়ে শীতের জ্যাকেট ও লুঙ্গি পরা এক ব্যক্তি দোকান থেকে টাকাগুলো নিয়ে চলে যাচ্ছে। দোকানদার দোকানে টাকা না রেখে বাড়িতে নিয়ে যান। সকালে আসার সময় টাকা ব্যাগে করে দোকানে নিয়ে আসেন। কেউ আগে থেকে বিষয়টি লক্ষ্য করে চুরির ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন ওই ব্যবসায়ী।
এদিকে খবর পেয়ে পুরাণবাজার পুলিশ ফাঁড়িতে সদ্য যোগদানকারী ইন্সপেক্টর রাজিব ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এবং কমিউনিটি পুলিশ অঞ্চল-২-এর সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম নজু বেপারী ঘটনাস্থল দেখে যান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সান্ত¡না দেন। পুলিশ চোর শনাক্তের জন্যে কাজ করছেন বলে জানা যায়।