প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২, ০০:০০
দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত চাঁদপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন সম্মেলনে সভাপতি প্রার্থী ও সদ্য বিলুপ্ত হওয়া কমিটির সহ-সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম নূরু। একই সঙ্গে তিনি সবার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। ১১ডিসেম্বর রোববার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত চাঁদপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্মেলনকে ঘিরে তৃণমূল নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দীর্ঘ ১৯ বছর পর চাঁদপুর জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এ ইউনিটের সম্মেলন হওয়ায় নেতা-কর্মীরাও উজ্জীবিত হয়েছেন। যা আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সকল নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের মাঝে প্রাণসঞ্চার করবে।
সম্মেলনে আগত আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ প্রতিটি ওয়ার্ড থেকে আগত কাউন্সিলর, ডেলিগেট, অতিথি, হাজার হাজার কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আমি অন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে চাঁদপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছি। দলের দুঃসময় এবং সুসময়ে বঙ্গবন্ধুর একজন আদর্শের কর্মী হিসেবে রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। পৌর আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে ১৫টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, কমিটির সকল সদস্য ও আমার রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাক্সক্ষী এবং প্রিয় পৌরবাসীসহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের সকল নেতা-কর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পাশাপাশি আমাকে সমর্থন জানিয়ে আপনারা যে ভালোবাসা জানিয়েছেন, তাতে আমি মুগ্ধ এবং অভিভূত। আপনাদের ভাই-বন্ধু-স্বজন এবং সর্বোপরি বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার কর্মী হিসেবে আমি পারিবারিকভাবে রাজপথে আছি এবং থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
কৃতজ্ঞতায়
আলহাজ্ব নূরুল ইসলাম নূরু
সাবেক সহ-সভাপতি, চাঁদপুর পৌর আওয়ামী লীগ।