প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর পৌরসভার প্রসিদ্ধ ব্যবসায়িক এলাকা পুরাণবাজারের ছোট-বড় কিছু রাস্তায় ভঙ্গুর অবস্থা বিরাজ করছে। এতে দুর্ভোগে পড়েছেন সড়কগুলো দিয়ে চলাচলকারী মানুষ। রোববার সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন ধরে কাজ না হওয়ায় নতুনবাজার-পুরাণবাজার ব্রিজের গোড়া থেকে রঘুনাথপুর, আমজাদ আলী সড়ক, জাফরাবাদ দোকানঘর, লোহারপুল রয়েজ রোড, মক্কা মিল, পালপাড়া রাস্তা, পলাশের মোড়, মেরকাটিজ রোড, মেয়র রাস্তা, নিতাইগঞ্জ সড়ক, কয়লাঘাট, ৫নং ঘাট রাস্তার কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কগুলো। মানুষও দুর্ভোগে পড়ছেন। মানুষের এই দুর্ভোগ লাগবে পৌরসভার মেয়রের সদাশয় দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পুরাণবাজারবাসী। ছবিতে জাফরাবাদণ্ডদোকানঘর রাস্তার পৌরসভার অংশের বেহাল দশা দেখা যাচ্ছে। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।