প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ০০:০০
বিজয় দিবসে (আগামী ১৬ ডিসেম্বর) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গ্রামীণ খেলাধুলা। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলাগুলো অনুষ্ঠিত হবে বলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু নিশ্চিত করেছেন।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, শুক্রবার চাঁদপুর স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে হাড়িভাঙ্গা, কানামাছি, মোরগ লড়াই, সাতচারা, গোল্লাছুট, বিস্কুট দৌড়, ৫০ ও ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের অভিভাবকদের জন্য থাকবে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা। এছাড়াও থাকবে আয়োজকদের জন্য রশি টানাটানি প্রতিযোগিতা।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে আরো জানা যায়, গ্রামীণ খেলাধুলায় অংশগ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে জেলা ক্রীড়া সংস্থা থেকে বিভিন্ন উপজেলা ও বিভিন্ন স্কুলে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। কয়েকটি স্কুল অংশগ্রহণে সম্মতি প্রকাশ করেছে।