শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ০০:০০

হাজীগঞ্জের ১৫ গৃহহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঘর
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জের ১৫ গৃহহীন পরিবারকে বুঝিয়ে দেয়া হয়েছে ১৫টি পাকা ঘর। ‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার অঙ্গীকার’ প্রতিপাদ্যে মুজিব শতবর্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসন ঘরগুলো বুঝিয়ে দেন। এদিন আগে ঘর পাওয়া গৃহহীনদের জমির দলিল বুঝিয়ে দেয়া হয়। পুরো প্রকল্পের অর্থায়ন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের ভাউরপাড় গ্রামে প্রায় ৬০ শতাংশ জমি কিনে উপজেলা প্রশাসন। সেই জমি ভরাট করে তাতে চার রুমবিশিষ্ট ২১টি চৌচালা বসতঘর তৈরি করা হয়। ২১টি ঘরের মধ্যে মঙ্গলবার ১৫টি ঘর বুঝিয়ে দেয়া হয়। বাকি ঘর সহসাই গৃহহীন পরিবারের মাঝে বুঝিয়ে দেবে উপজেলা প্রশাসন। বুঝিয়ে দেয়া ঘরগুলোর মধ্যে দুই বেড, এক রান্না ঘর ও টয়লেটসহ বিদ্যুৎ সংযোগ রয়েছে। এছাড়া ঘরগুলোতে বসবাসকারী পরিবারগুলোর জন্যে আর্সেনিকমুক্ত টিউবওয়েলসহ রয়েছে প্রশস্ত বারান্দা। ঘর পাওয়া পরিবারগুলো মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে বসবাস শুরু করেছে।

এদিকে ঘরের চাবি বুঝিয়ে দেয়ার সময় মিলাদ দোয়া ও তবররুক বিতরণ করা হয়। গৃহ পাওয়া পরিবারগুলোর ছোট শিশুদের মাঝে চকলেট ও চিপস্ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান মানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গৃহ পাওয়া পরিবারগুলো।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, এটা মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। তিনি বলেছেন, দেশে একজনও গৃহহীন থাকবে না, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এখানে ২১টি ঘর হবে, যার মধ্যে আজকে ১৫টি আমরা বুঝিয়ে দিয়েছি। আজকে যারা ঘর পেয়েছেন তাদের জন্য অন্য সকল সুযোগ-সুবিধা যা আছে তা আমরা মাথায় রাখছি। আমাদের এমপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। বাকি ৬টি ঘরের আমরা সহসাই কাজ ধরবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়