শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ০০:০০

আধুনিক কর্নার শপিং কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর কর্নার শপিং কমপ্লেক্স নির্মাণ কাজের শুভ উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৬ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে চিত্রলেখার মোড় সংলগ্ন সরকারি কলেজ সম্মুখে কর্নার ডেভেলপারস্ লিঃ-এর আয়োজনে কর্নার শপিং কমপ্লেক্স (ডাঃ মিনহাজ উদ্দিন ও সৈয়দ আহমেদ ব্লক)-এর নির্মাণ কাজ উদ্বোধন এবং ভিত্তি ফলক উন্মোচন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র বলেন, নান্দনিক একটি শপিং কমপ্লেক্স হবে এটি। আর এই কমপ্লেক্সের সামনের রাস্তাটি প্রশস্তকরণের কাজও চলমান। রাস্তা প্রশস্ত ও ফুটপাত হলে যানজট কমে যাবে। রাস্তাটি প্রশস্ত করার ক্ষেত্রে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষের আন্তরিকতা রয়েছে। ভালো কাজে আমাদের সকলের আন্তরিকতা প্রয়োজন।

তিনি বলেন, ডাঃ মিনহাজ উদ্দিন চাঁদপুরের একজন স্বনামধন্য চিকিৎসক। নির্বাচনী ইশতিহারে পৌরবাসীকে দেয়া ওয়াদাগুলো বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি। আগে আমি শহর প্রশস্তকরণের কাজ করছি। তারপর অবকাঠামোগত উন্নয়নের কাজ করবো। সকল কাজ বাস্তবায়নে পৌরবাসীর সহযোগিতা কামনা করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। কর্নার ডেভেলপারস্ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান আবদুল্লাহ আল মামুনের সভাপ্রধানে ও হাফেজ জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আবুল খায়ের সরকার, জমির মালিকের পক্ষে জাহাঙ্গীর আলম, পৌর কমিউনিটি পুলিশিং সভাপতি রোটাঃ শেখ মোঃ বাবুল, সাধারণ সম্পাদক রোটাঃ মোঃ জামাল হোসেন প্রমুখ।

এ সময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনির আহমেদ, চাঁদপুর পৌর আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী আলহাজ ওমর পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মোঃ ইউনুছ শোয়েব, ঢাকা ব্যাংকের ম্যানেজার আহসান হাবিব, স্ট্যান্ডার্ড ব্যাংক চাঁদপুর শাখার ম্যানেজার মেজবাউল কাশেম, দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রধান সম্পাদক মুনীর চৌধুরী, কর্নার ডেভেলপারস্ লিঃ-এর জুয়েল হাসান, সেক্রেটারী আবুল কালাম আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভাশেষে কর্নার শপিং কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন করেন পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। এ উপলক্ষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর সরকারি কলেজ মসজিদের খতিব হাফেজ মাওঃ নিজাম উদ্দিন।

উল্লেখ্য, কর্নার শপিং কমপ্লেক্সের রয়েছে জমির মালিকানাসহ দোকান ও অ্যাপার্টমেন্ট সুবিধা। এছাড়াও রয়েছে কিস্তিতে মূল্য পরিশোধের সুবর্ণ সুযোগ ও এককালীন মূল্য পরিশোধে বিশেষ ছাড়। নিচতলা থেকে ৪র্থ তলা পর্যন্ত বাণিজ্যিক ও ৫ম থেকে ৭ম তলা পর্যন্ত থাকবে আবাসিক ফ্ল্যাট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়