শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২, ০০:০০

কচুয়া মুক্ত দিবস উদযাপিত
নিজস্ব প্রতিনিধি ॥

বর্ণাঢ্য আয়োজনে কচুয়া মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। ৬ ডিসেম্বর মঙ্গলবার কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও আলোর মশাল সামাজিক যুব সংগঠনের উদ্যোগে কচুয়া হানাদার মুক্ত দিবস উদযাপিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দিবসটি উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়েই দিবসটির কার্যক্রম শুরু হয়। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক মোঃ নাজমুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইব্রাহীম খলিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ মবিন, আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক সাইম প্রমুখ।

মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান সিরাজুল ইসলাম, আঃ হালিম মাস্টার, নজরুল ইসলাম ও আনোয়ার হোসেন সিকদার।

আলোচনা সভার শুরুতেই বীর মুক্তিযোদ্ধা ও অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা সভা শেষে মরহুম মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বীর মুক্তিযোদ্ধাগণ ও আলোর মশালের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়