শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার ॥

রাজশাহী সমাবেশ থেকে ফেরার পথে ঢাকায় যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ-সভাপতি নূরুল ইসলাম নয়ন গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। ৪ ডিসেম্বর রোববার বিকেলে জেলা যুবদল শহরের নতুনবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম। তিনি বলেন, শেখ হাসিনার সরকার দেশটাকে কারাগারে পরিণত করেছে। যুবদল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আটক করা হয়েছে। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের ঢাকার বাসায় পুলিশ হানা দিয়েছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, আগামী দিনে কঠিন সময় আসছে আমার বিশ্বাস। এই যুবদল যদি শক্তি প্রদর্শন করে তাহলে আগামী ১০ তারিখের সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে নয়, হবে পল্টনেই। আপনাদের আরো কঠিনভাবে সংগঠিত হতে হবে।

তিনি বলেন, এরশাদের বিরুদ্ধে ছাত্র সমাজ আন্দোলন করেছে। সে সময় পুলিশ গুলি করে অনেককে হত্যা করেছে। তাদের মধ্যে চাঁদপুরের রাজুও নিহত হয়েছেন। ৩ ডিসেম্বর তার প্রতি শ্রদ্ধা জানানো এবং শপথবাক্য পাঠ করানোর সময় কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস বিএনপিকে প্রতিহত করার কথা বলেছেন। আমি বলতে চাই, বিএনপিকে প্রতিহত করার বক্তব্যের জন্যে সরকার যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে এই ছাত্র সমাজ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে।

চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।

এ সময় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, সহ-সভাপতি সরোয়ার গাজী, মোস্তফা বন্দুকসি, শাহজাহান কবির খোকা, শামীম জমাদার, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম নজু, সালাউদ্দিন বেপারী, পারভেজ আলম রবিন, সহ-সাংগঠনিক সম্পাদক রাজ্জাক হাওলাদারসহ জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ে অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়