প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২, ০০:০০
আগামী ৫ ডিসেম্বর চাঁদপুর পৌর আওয়ামী লীগের সম্মেলন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে পৌর আওয়ামী লীগের যৌথসভা অনুষ্ঠিত হয়। গতকাল ৩ ডিসেম্বর শনিবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, প্রচার সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন।
সভায় পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম নূরু, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ আহমেদ মিঠু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ দেবাশীষ কর মধু, শ্রম বিষয়ক সম্পাদক মঞ্জুর রহমান মন্জু মাঝি, দপ্তর ও প্রচার সম্পাদক এমরান হোসেন সেলিম, সহ-দপ্তর সম্পাদক মজিবুর রহমান মজু, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, সদস্য আলমগীর হায়দার ভূঁইয়া, মোজাহের হোসেন টিপু ও সঞ্জিত পোদ্দারসহ পৌর আওয়ামী লীগের ১৫টি ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন পর পৌর আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। আশা করি সকলের সহযোগিতায় আমারা সফলভাবে সম্মেলন সম্পন্ন করতে পারেবো। মাঠে কোনো প্রার্থীর পক্ষে শ্লোগান দেয়া যাবে না। বিএনপি যেভাবে আন্দোলন-সংগ্রাম শুরু করেছে তাদের প্রতিহত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে সকল অপশক্তির জবাব দিতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।
উল্লেখ্য, এই সভাটি ছিলো বর্তমান কমিটির সর্বশেষ সভা।